۲ آذر ۱۴۰۳ |۲۰ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 22, 2024
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া

হাওজা / পশ্চিমা দেশগুলো কে বিশ্বাস ও নির্ভর করা যায় ? আস্থা রাখা ঠিক ? ফ্রান্সের মতো পরাশক্তির সাথে অস্ট্রেলিয়া কয়েক বছর আগে ৪০ বিলিয়ন ( ৪০০০০ কোটি ) ডলার সাবমেরিন কেনার চুক্তি করেছিল।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, পশ্চিমা দেশগুলো কে বিশ্বাস ও নির্ভর করা যায় ?  আস্থা রাখা ঠিক ? ফ্রান্সের মতো পরাশক্তির সাথে অস্ট্রেলিয়া কয়েক বছর আগে ৪০ বিলিয়ন ( ৪০০০০ কোটি ) ডলার সাবমেরিন কেনার চুক্তি করেছিল ; কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে  মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন দেবে এ বাহানায় অস্ট্রেলিয়া ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন ক্রয় চুক্তি

বাতিল করে দেয় একতরফাভাবে যা ইউরোপীয়দের বৈশিষ্ট্য । ( আর অস্ট্রেলীয় ও মার্কিনীদের অধিকাংশই হচ্ছে  আসলে ইউরোপীয় বংশোদ্ভূত । তাই তাদের রগে রগে ও ধমনীতে প্রবহমান ইউরোপীয় রক্ত বিশ্বাসঘাতকতা ( খিয়ানত ) ও চুক্তি করে তা ভঙ্গ করা হচ্ছে তাদের চিরাচরিত রীতি নীতি । আর এ কাজ তারা যেমন অইউরোপীয় দের সাথে যেমন : উত্তর ও দক্ষিণ আমেরিকার আদিবাসী রেগে ইন্ডিয়ান এবং অস্ট্রেলিয়ার আদিবাসীদের সাথে করেছে তেমনি তারা নিজেদের সাথেও করে থাকে ।https://www.reuters.com/world/europe/australia-made-huge-mistake-cancelling-submarine-deal-says-french-ambassador-2021-09-18/

 ফ্রান্স তো তাদের নিজেদের লোক সতীর্থ ; কিন্তু তাতে কী ? খিয়ানত ও চুক্তি ভঙ্গ ও বাতিল করায় যদি মার্কিন যুক্তরাষ্ট্র , ব্রিটেন ও অস্ট্রেলিয়ার লাভ ও স্বার্থ থাকে তাহলে ফ্রান্সের মতো ঘনিষ্ঠ মিত্র দের সাথে বিশ্বাসঘাতকতা ( খিয়ানত ) করতে ও পিছন থেকে ছুরি মারতে কুণ্ঠাবোধ করবে না । এ কারণেই ফ্রান্স এ চুক্তি ভঙ্গ করা পিছন থেকে ছুরি মারা বলেই অভিহিত করেছে ।

 যারা নিজেদের ঘনিষ্ট মিত্র ও অংশীদার ( শরীক)দের সাথে চুক্তি ভঙ্গ ও বিশ্বাস ঘাতকতা করতে পারে অইউরোপীয় জাতি সমূহ যেমন : ভারত , বাংলাদেশ , পাকিস্তান , আরব ও আফ্রিকীয় দেশগুলোর উচিত তাদেরকে  ( পশ্চিমাদের ) মোটেও বিশ্বাস না করা , তাদের উপর ভরসা ও আস্থা না রাখা ।

মুহাম্মদ মুনীর হুসাইন খান

تبصرہ ارسال

You are replying to: .